মৃত্তিকা ভবন;মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট;১০৭, মুজগুন্নী মহাসড়ক;বয়রা বাজার;খুলনা । খুলনা ডাকবাংলা মোড় হতে ব্যটারিচালিত বাইকে অথবা রিক্সায় বয়রা বাজার বাস স্ট্যান্ডে (পাবলিক কলেজ মোড়) এ এসে মোড় হতে খুলনা মেডিকেল কলেজের দিকে (দক্ষিণ দিক) ২৪০ মিটার দূরে রাস্তার বাম পাশে অবস্থিত। এছাড়া, শহরের গল্লামারি মোড় বা দৌলতপুর মোড় বা রূপসা মোড় হতে ব্যটারিচালিত বাইকে অথবা রিক্সায় করে বয়রা বাজার বাসস্ট্যান্ডে এসে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এ পৌছানো যায়।